গ্রেপ্তারের পর কারাগারে কিশোরগঞ্জে হত্যা মামলার আসামি

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৯: ০৯

নীলফামারীর কিশোরগঞ্জ থানায় হত্যা মামলার এক আসামিকে পাবনা থেকে গ্রেপ্তারের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি শনিবার বিকেলে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোপাল জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাঁশো গ্রামের নিশি কান্ত চন্দ্র বর্মনের ছেলে নারায়ন চন্দ্র বর্মনের লাশ সম্প্রতি কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটার একটি বাঁশ ঝাড় থেকে উদ্ধার করা হয়। পরে তার ছেলে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে। সে মামলার অন্যতম আসামি বাবলু মিয়া (৫০)। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাকে পাবনা সদর থানা এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করে। তাকে পুলিশ কিশোরগঞ্জ থানায় নিয়ে এসে শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে। গ্রেপ্তার বাবলু মিয়া বগুড়ার নন্দীগ্রামের কালা সিংগা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, নারায়ন চন্দ্র বর্মন হত্যা মামলার অন্যতম আসামী বাবলু মিয়াকে শনিবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত