পদ্মরাগের ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ১১ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১: ২১

রংপুরের পীরগাছা স্টেশন এলাকায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এগারো ঘণ্টা ধরে পীরগাছা থেকে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুরিগ্রাম, বগুড়া ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ দুর্ঘটনায় প্রায় পাঁচ শতাধিকের বেশি যাত্রী পড়েন চরম দুর্ভোগে।

মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে পীরগাছা রেলওয়ে স্টেশনের ডাউন পয়েন্টে স্লিপার সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় আপ এবং ডাউন লাইনে ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-রংপুর, দিনাজপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে ঢাকামুখীসহ সব ধরনের আপ-ডাউন লাইন দিয়ে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লালমনিরহাটের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম আমার দেশকে বলেন, বগি, স্লিপার, লাইন অথবা সিগন্যালের সমস্যা থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। রেলওেয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা লালমনিরহাট, আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে মূল কারণ বলা যাবে।

পীরগাছা রেলওয়ে স্টেশন ইনচার্জ জেনারুল ইসলাম আমার দেশকে বলেন, উদ্ধার কার্যক্রম শেষ হতে ভোর রাত পর্যন্ত সময় লাগতে পারে। তিনি আরও বলেন, উদ্ধার কাজে রেলওেয়ের প্রকৌশল, ট্রাফিক ও সিগন্যাল বিভাগের প্রায় ৭০/৮০ জন সদস্য উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন।

উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় রেলওয়ে প্রকৌশল বিভাগের রুহুল আমিন নামের একজন শ্রমিক বুকে আঘাত প্রাপ্ত হয়। পরে উপস্থিত লোকজন তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন।

এ দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয় হয়েছে, করতোয়া এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, বগুড়া কমিউটার, রামসাগর মেইল, রংপুর এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার ও লোকাল নাইনটিন আপের। এতে করে কয়েক হাজার যাত্রী বিড়ম্বনায় পড়েছে।

উল্লেখ, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি পীরগাছা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি শেষে লালমনিরহাট যাবার পথে স্টেশনের ডাউন পয়েন্টের হোম সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হয়। ওই ট্রেনটিতে মোট ১০টি বগিতে ৬০০ যাত্রী ছিল। তবে প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রীরা বলেন প্রায় দুই হাজার মানুষ ছিল টেনটিতে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত