আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

রংপুর অফিস

বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত।

রংপুরে বদরগঞ্জে রেকটিফাইড স্পিরিট বিষাক্ত (মদ) পান করে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা গোপালপুর ইউনিয়নের শ্যামপুর বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যাক্তিরা হলেন মো:সোহেল মিয়া(৩০), আলমগীর (৪০)জেন্দার আলী(৩০)। এদের মধ্যে জেন্দার আলী বাসা রংপুরে সদর এলাকার শ্যামপুর শাহপাড়া গ্রামে।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে শ্যামপুর বসন্তপুর এলাকার জয়নুল আবেদিন রেকটিফাইড স্পিরিট (মদ) বিক্রি করে আসছিলেন। রোববার ১১ ডিসেম্বর মৃত্যুবরণকারী ওই তিনজন ব্যাক্তি জয়নুল আবেদিন কাছ থেকে মদ ক্রয় করে পান করলে সোমবার ১২ ডিসেম্বর সকালে নিজ বাসায় তারা মৃত্যু বরণ করেন।

বসন্তপুর এলাকার স্থানীয় বাসিন্দা আওলাদ, মুসাব্বির ও নুরুল হক জানান, ‘জয়নুল অনেক আগে থেকেই মদের ব্যাবসা করে আসছেন। প্রশাসন কয়েকবার ধরে তাকে জেলেও পাঠিয়েছিল। তারপরেও তার ব্যাবসা বন্ধ হয়নি। পুলিশকে ম্যানেজ করে সে ব্যাবসা চালিয়ে যাচ্ছে।’

পুলিশ সতর্ক হয়ে তার বিরুদ্ধে আগেই কঠোর ব্যবস্থা নিলে, আজকে এমন মৃত্যুর ঘটনা ঘটতো না বলে তারা জানান। ব্যবসায়ী জয়নুলের কারণে অনেক উদীয়মান ছেলে এবং যুবক বিপথগামী হয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে আজীবনের জন্য মদের কারখানাটি বন্ধ করার দাবি জানান তারা।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, নিহতদের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রংপুর সদর থানার ওসি জানান, মারা যাওয়া ব্যাক্তি বাসা রংপুর সদর শাহপাড়া গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন