আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পলাশবাড়ীতে দুমড়ে যাওয়া সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

পলাশবাড়ীতে দুমড়ে যাওয়া সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

গাইবান্ধার পলাশবাড়ীতে দুমড়ে যাওয়া সেতুতে ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনসহ পথচারীরা চলাচল করছে। জানা গেছে, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ঋষিঘাট করতোয়া নদীর পশ্চিমপার্শ্বে টেকানী এবং পার কিশোরগাড়ী গ্রাম অবস্থিত। গ্রাম দুইটি ছাড়াও কাশিয়াবাড়ী এলাকার কয়েকটি গ্রামের একমাত্র জনগুরুত্বপূর্ণ কাশিয়াবাড়ী-রানীগঞ্জ হাট সড়ক।

এ এলাকার পোড়াদহ বিলের পানি করতোয়া নদীর সঙ্গে সংযোগস্থলে পথচারী এবং যানবাহন চলাচলের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আওতায় প্রায় ৯ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। বর্তমানে সেতুটির মাঝখানে দুমড়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ এ সড়কে মালামাল ও গরু-ছাগল ছাড়াও ব্যাটারিচালিত যানবাহনসহ পথচারীরা দীর্ঘদিন থেকেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।

কিশোরগাড়ী ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল সালাম বলেন, এলাকার জনসাধারণ বিভিন্ন মালামাল ও গরু-ছাগল ক্রয়-বিক্রয়ের জন্য দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটে যাওয়া-আসার একমাত্র পথ এ ঋষিঘাটের সড়ক।

দীর্ঘদিন থেকেই সেতুটি দুমড়ে গিয়ে ফাটল ধরা অবস্থায় রয়েছে । জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন ও পথচারীরা। জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কার না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, সেতুটি ইতোমধ্যে পরিদর্শন করেছেন তিনি। এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন