আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন হবে, নির্বাচনি প্রচারে ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন হবে, নির্বাচনি প্রচারে ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর- ৬ (নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সৌহার্দপূর্ণ বন্ধনের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ না করে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এলাকার উন্নয়ন হবে। যে যে ধর্মেরই হোক না কেন মনে রাখতে হবে আমরা বাংলাদেশি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার উপজেলার বিনোদনগর ইউনিয়ন এলাকায় নির্বাচনি প্রচারে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন একটা দেশ চাই যেখানে থাকবে না চাঁদাবাজি, আইনশৃঙ্খলা থাকবে ভালো সমাজ থাকবে মাদক মুক্ত । সন্তানদের শিক্ষিত করে বিনাপয়সায় চাকরি কৃষিতে অগ্রগতি শ্রমের মূল্য এবং বাড়িতে শান্তিতে ঘুমাতে চাই। আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তুলতে ধানের শীষে ভোট দিবেন ।

এসময় তার সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন