কিশোরগঞ্জ শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গ্রাফিতিতে জুলাই গণঅভ্যুত্থান

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১০: ২৩

নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে ২৪-এর গণঅভ্যুত্থান ফুটে উঠেছে। কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামের ওয়ালে এখন শোভা পাচ্ছে গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি। শিক্ষার্থীদের গ্রাফিতিতে ফুটে উঠেছে জুলাই বিপ্লবের বীরত্বগাথা আর সংগ্রামের চিত্র।

বিজ্ঞাপন

‘২৪-এর রঙ’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ের ৮টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের দুটিসহ ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তারা গ্রাফিতি চিত্রে তুলে ধরেন জুলাই গণঅভ্যুত্থান। তাদের হাতের নিপুণ অংকনে ফুটে উঠেছে লড়াই বিপ্লবের চিত্র।

গ্রাফিতিতে তারা তুলে ধরেছেন শহীদ আবু সাঈদের পুলিশের সামনে দুই হাত প্রসারিত করা ছবি, লড়াকু যোদ্ধাদের তৃষ্ণা মেটাতে শহীদ মুগ্ধর পানি বিতরণের স্মৃতি। এছাড়া ওয়ালে জুলাই অভ্যুত্থানের লড়াই-সংগ্রামের বিভিন্ন চিত্র গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেছেন তারা। ফলে স্টেডিয়ামের ওয়াল হয়ে উঠেছে জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি।

৭ম শ্রেণির শিক্ষার্থী তালহা জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার লড়াই দেখেছি। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন ছাত্র-জনতা। সেই দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সে দৃশ্যও তুলে ধরেছি। এ গ্রাফিতিগুলো করতে পেরে খুবেই ভালো লাগছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসরাফ উজ জামান সরকার জানান, স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের রঙ গ্রাফিতিতে স্টেডিয়ামের ওয়ালে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি তুলে ধরেছে। আমরা অভিভূত তাদের গ্রাফিতি দেখে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত