আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, নেতা-কর্মীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, নেতা-কর্মীদের বিক্ষোভ

দ্বৈত নাগরিকত্বের কারনে কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ। এর প্রতিবাদে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও বাইরে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এর আগে গত ২ জানুয়ারি কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করা হয়। দ্বৈত নাগরিকত্ব বাতিলের উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাকে রোববার পর্যন্ত সময় দিলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণপত্র দাখিল করতে না পারায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পরিত্যাগ করার আবেদন করলেও সে ব্যাপারে কোনো প্রমাণপত্র জমা দিতে পারেননি। দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে স্থগিত এবং পরে অবৈধ ঘোষণা করা হয়েছে।

ঘোষণার পরপরই সম্মেলন কক্ষে ও কার্যালয় চত্বরে জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন। তারা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথকে ফ্যাসিস্টের দোসর এবং ইস্কন সদস্য হিসেবে আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অতিরিক্ত পুলিশ ও সেনাবহিনী মোনায়েন করা হয়।

জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী বলেন, ‘আমাকে আজ ডাকা হলেও কথা বলার সুযোগ দেওয়া হয়নি। রিটার্নিং অফিসার তার আগের বক্তব্যে অনড় ছিলেন। আমি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকলেও তা সঠিকভাবে দেখেননি। উনি আগেও বুঝেননি, এখনও বুঝতেছেন না। উনি সম্পূর্ণ বায়াস্ট হয়ে ইন্টেনশনালি ভুল সিদ্ধান্ত দিয়েছেন।’

জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন বলেন, ‘কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর প্রার্থিতা স্থগিতের সুরাহার জন্য আজ রোববার দুপুর ২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডাকেন কিন্তু তিনি আমাদের কোনো কথা না শুনে পক্ষপাতমূলকভাবে সালেহীর প্রার্থিতা বাতিল করে দেয়। আমাদের সংগঠন মনে করে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। বিষয়টি আমাদের কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। আশা করি আপিলের মাধ্যমে সালেহীর প্রার্থিতা ফিরে পাবো।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন