নববধূকে ধর্ষণ মামলায় বরসহ গ্রেপ্তার ৬, প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ২৯
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫০

গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে বাসর করার পরেই নববধূর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে জেলে গেলো বর আশিক মিয়া। কয়েকদিন ধরে এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। বর আশিকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সতিতলা দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শেরেকুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ আলী, আহসান হাবীব রাশেদসহ এলাকার বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা প্রশ্ন রেখে বলেন, বিবাহিত স্ত্রী কীভাবে স্বামীর কাছে ধর্ষণ শিকার হয়। বাসর রাতে প্রথমে স্বামী স্ত্রীর নানা সমস্যার সম্মুখীন হতেই পারে। সেটি কীভাবে ধর্ষণ হিসেবে পরিগণিত হয়?

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে আশিক মিয়ার (১৮) সাথে গত বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরিব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে কাকুলীর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর গত বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর বাসর হয়। পরের দিন নববধূর শারীরিক সমস্যা দেখা দিলে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই নববধূর ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে বর আশিকসহ অজ্ঞাত ৬ জনের নামে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ বর আশিকসহ ৬ জনকে গ্রেপ্তার করে সাঘাটা থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, বর আশিকসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত