আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দিয়েছে ভারতীয় বিএসএফ। ৬ এপ্রিল রাত ১২টায় তারা বাধা দেয়। পরে বিজিবিকে ডেকে সড়ক নির্মাণ করতে নিষেধ করে বিএসএফ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকা করার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এর মধ্যে সীমান্ত লাগোয়া কিছু রাস্তা খোঁড়াখুঁড়ির সময় বাধা প্রদান করে বিএসএফ।

স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, রোববার রাতে সড়কটিতে ভেকু দিয়ে খোঁড়াখুঁড়ির কাজ করছিল ঠিকাদারের লোকজন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলাকার শালমারা দিগলটারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে বাধা প্রদান করে। পরে বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলে বিএসএফ। এ নিয়ে ৭ এপ্রিল দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক হয়েছে। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এলজিইডির পাকা সড়ক নির্মাণকাজের ঠিকাদার শাহিন সিকদার জানান, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের ২ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে আড়াই কিলোমিটার সড়ক পাকা করার কাজ চলছে। এ অবস্থায় স্কুলের পাশে সীমান্তের কাছাকাছি আড়াই শত মিটার সড়ক নির্মাণে বিএসএফ বাধা প্রদান করেছে। বাকি কাজ চলমান রয়েছে। বিএসএফ-বিজিবি'র মধ্যে আলোচনা হলে বাকি আড়াই শত মিটারের কাজও করা হবে। তবে এ নিয়ে কোনো উত্তেজনা নেই।

এলজিইডির ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বিজিবির বরাত দিয়ে বলেন, বিএসএফের পক্ষ থেকে সীমান্তের কাছাকাছি ১৫০ গজ সড়ক নির্মাণ বাদ দিতে বলা হয়েছে।

কুড়িগ্রাম বিজিবির মিডিয়া সেল সাংবাদিকদের জানান, এ বিষয়ে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। থাকলে পরে জানানো হবে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের মোবাইলে একাধিকবার ফোন দিলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন