থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব সেপাক টাকরো টুনামেন্টে বিজয়ী বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণকারী নীলফামারী সৈয়দপুরের চার কৃতী খেলোয়াড়কে সংবর্ধনা দেয়া হয়েছে। ৯ আগস্ট শহরের ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মহিলা জাতীয় দলের কোচ ববি রায়, খেলোয়াড় শারমিন, আইরিন ও অন্তর রায়কে সংবর্ধনা ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ।
ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার মমতাজুল ইসলাম। অন্যদের মধ্যে হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, আল ফারুক অ্যাকাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রোটারি ক্লাবের চেয়ারম্যান মুবাশ্বির আলম প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

