
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান হাফেজ রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষককে গ্রফেতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উলিপুরের মাটিয়াল আদর্শ বাজার বিবি মরিয়ম রিয়াজুল জান্নাহ কিন্ডার গার্ডেন অ্যান্ড হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ রিয়াজুল ইসলামের বিরুদ্ধে কয়েকদিন আগে স্ত্রীর অনুপস্থিতিতে ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
ভুক্তভোগী ছাত্রী ও তার বাবা-মায়ের দাবি, গত ৫ অক্টোবর রাতে শিক্ষক রিয়াজুল ওই ছাত্রীকে নিজের শোবার কক্ষে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন এবং বাধা দেওয়ায় তাকে মারধর করেন।
ঘটনা জানাজানি হওয়ার পর রবিবার দিবাগত রাতে ছাত্রী ও এলাকাবাসী শিক্ষক রিয়াজুলকে আটক করে চিলমারী উপজেলার একটি মক্তবে আটকে রেখে মারধর করে। এসময় মারধরের মুখে শিক্ষক ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। খবর পেয়ে পুলিশ রিয়াজুল ইসলামকে উদ্ধার করে।
ওসি জিল্লুর রহমান জানান, মামলা হওয়ার পর আসামি রিয়াজুলকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও বড় ভাই দাবি করেছেন, রিয়াজুলকে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তাদের দাবি, ধর্ষণের অভিযোগ সত্য নয় এবং তাকে ফাঁসানো হয়েছে। তবে ছাত্রীর মা দাবি করেন, রিয়াজুল তার মেয়ে ছাড়াও আরও কয়েকজন ছাত্রীর ক্ষতি করেছে।

কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান হাফেজ রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষককে গ্রফেতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উলিপুরের মাটিয়াল আদর্শ বাজার বিবি মরিয়ম রিয়াজুল জান্নাহ কিন্ডার গার্ডেন অ্যান্ড হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ রিয়াজুল ইসলামের বিরুদ্ধে কয়েকদিন আগে স্ত্রীর অনুপস্থিতিতে ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
ভুক্তভোগী ছাত্রী ও তার বাবা-মায়ের দাবি, গত ৫ অক্টোবর রাতে শিক্ষক রিয়াজুল ওই ছাত্রীকে নিজের শোবার কক্ষে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন এবং বাধা দেওয়ায় তাকে মারধর করেন।
ঘটনা জানাজানি হওয়ার পর রবিবার দিবাগত রাতে ছাত্রী ও এলাকাবাসী শিক্ষক রিয়াজুলকে আটক করে চিলমারী উপজেলার একটি মক্তবে আটকে রেখে মারধর করে। এসময় মারধরের মুখে শিক্ষক ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। খবর পেয়ে পুলিশ রিয়াজুল ইসলামকে উদ্ধার করে।
ওসি জিল্লুর রহমান জানান, মামলা হওয়ার পর আসামি রিয়াজুলকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও বড় ভাই দাবি করেছেন, রিয়াজুলকে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তাদের দাবি, ধর্ষণের অভিযোগ সত্য নয় এবং তাকে ফাঁসানো হয়েছে। তবে ছাত্রীর মা দাবি করেন, রিয়াজুল তার মেয়ে ছাড়াও আরও কয়েকজন ছাত্রীর ক্ষতি করেছে।

চলতি বছর চট্টগ্রামে সাতটি খুনের ঘটনা ঘটেছে। একের পর এক এসব হত্যাকাণ্ডের আগে একটি ভয়ংকর মিল পাওয়া গেছে। হত্যার আগেই হুমকি আসত মোবাইল ফোনে বা ফেসবুকে। কারো ক্ষেত্রে হুমকি পাওয়ার তিনদিনের মাথায়, কারো ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যেই ঘটত নৃশংস খুন।
১১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় কিশোররা খালে মাছ ধরতে নামে, তখন তাদের পায়ে একটি ব্যাগ লাগলে তারা উৎসাহী হয়ে ব্যাগটি উপরে তুলে খুলে দেখে ব্যাগের মধ্যে একটি ইট ও একটি মানুষের মাথা, তখন তারা আতকে উঠে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
২ ঘণ্টা আগে
সরেজমিন দেখা যায়, তিস্তা শুকিয়ে অনেকটা মরা খালে পরিণত হয়েছে। পানির অভাবে লালমনিরহাটের তিস্তা নদীতীরবর্তী এলাকার রাজপুর, খুনিয়াগাছ, গোবর্ধন, মহিষখোঁচা, কালমাটি, চরবৈরাতি, ভোটমারী, সানিয়াজান, সিন্দুর্না, ডালিয়াসহ অন্তত শতাধিক চরাঞ্চলের চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নাপালং ইউনিয়নের কাটিরমাথা এলাকার মৃত তাতু বড়ুয়ার ছেলে জিশু বড়ুয়া নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় ও পরিবারের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে