ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২২: ০৩

কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান হাফেজ রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত শিক্ষককে গ্রফেতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উলিপুরের মাটিয়াল আদর্শ বাজার বিবি মরিয়ম রিয়াজুল জান্নাহ কিন্ডার গার্ডেন অ্যান্ড হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ রিয়াজুল ইসলামের বিরুদ্ধে কয়েকদিন আগে স্ত্রীর অনুপস্থিতিতে ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে।

ভুক্তভোগী ছাত্রী ও তার বাবা-মায়ের দাবি, গত ৫ অক্টোবর রাতে শিক্ষক রিয়াজুল ওই ছাত্রীকে নিজের শোবার কক্ষে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন এবং বাধা দেওয়ায় তাকে মারধর করেন।

ঘটনা জানাজানি হওয়ার পর রবিবার দিবাগত রাতে ছাত্রী ও এলাকাবাসী শিক্ষক রিয়াজুলকে আটক করে চিলমারী উপজেলার একটি মক্তবে আটকে রেখে মারধর করে। এসময় মারধরের মুখে শিক্ষক ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। খবর পেয়ে পুলিশ রিয়াজুল ইসলামকে উদ্ধার করে।

ওসি জিল্লুর রহমান জানান, মামলা হওয়ার পর আসামি রিয়াজুলকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও বড় ভাই দাবি করেছেন, রিয়াজুলকে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তাদের দাবি, ধর্ষণের অভিযোগ সত্য নয় এবং তাকে ফাঁসানো হয়েছে। তবে ছাত্রীর মা দাবি করেন, রিয়াজুল তার মেয়ে ছাড়াও আরও কয়েকজন ছাত্রীর ক্ষতি করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত