ভূরুঙ্গামারী মহিলা কলেজ

গভর্নিং বডির সদস্য ফরমের মূল্য ১০ হাজার টাকা!

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪: ২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচনে সরকারি নীতিমালা লঙ্ঘন করে মনোনয়নপত্রের অস্বাভাবিক মূল্য নির্ধারণ করার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারি গেজেটে সুস্পষ্ট নীতিমালা থাকলেও তা না মেনে এর মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

২০২৩ সালে ওই কলেজের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্রের মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। এর প্রতিকার চেয়ে দুজন অভিভাবক সদস্য প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ও

উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

বর্তমান কলেজটিতে ৫ সদস্যবিশিষ্ট এডহক কমিটি রয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিভাবক সদস্য নির্বাচনের জন্য নির্বাচনি তফসিল ঘোষণা করেছেন। এরপর অভিভাবক এসএম মোশারফ হোসেন ও আজিজুল হক জীবন মনোনয়নপত্র কিনতে গেলে বিষয়টি (১০ হাজার টাকা) জানতে পারেন। এ বিষয়ে প্রতিবাদ করেও কাজ হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন তারা। কলেজ অধ্যক্ষের দাবি, মনোনয়নপত্রের দাম নির্ধারণে সরকারি নীতিমালা নেই। এডহক কমিটির সিদ্ধান্ত মোতাবেক মূল্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলেছেন, নীতিমালায় মূল্য নির্ধারণ করা না থাকলেও এত টাকা কর্তৃপক্ষের এখতিয়ারবহির্ভূত।

জানা গেছে, সরকারি নিয়মে মনোনয়নপত্রের মূল্য সিটি করপোরেশন এলাকায় তিন হাজার, জেলা ও পৌর এলাকার ক্ষেত্রে দুই হাজার এবং সাধারণ এলাকার ক্ষেত্রে এক হাজার টাকা নির্ধারণ করা আছে।

অভিযোগকারী এসএম মোশারফ হোসেন বলেন, বাণিজ্য এবং ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই এটি করা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রমজানুল হক বলেন, কমিটির সিদ্ধান্তে মূল্য নির্ধারণ করা হয়েছে। আমরা দিনাজপুর শিক্ষা বোর্ডের নীতিমালা অনুসরণ করি না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় কোনো নির্দেশনা নেই।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, আমি ওই কলেজের অথরিটি নই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিকী সরকার বলেন, এটি করার এখতিয়ার কলেজ কর্তৃপক্ষের নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি এই কলেজের গভর্নিং বডির নির্বাচন হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত