রংপুরের পীরগাছায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ৫ জন ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল কুদ্দুস ভুইয়া (৭২), কামরুজ্জামান পলাশ (৩৮), মামুনুর রশিদ (৩৫), খোরশেদ আলম ওরফে মাসুদ রানা (৩৮), আশিকুর রহমান (৩৯)।
অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত আছে। সন্ত্রাসী কার্যক্রমে যারাই অংশ নিবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

