ডিবির জালে আটক ভিসা প্রতারক নারী

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৭

কানাডার ভিসার প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অনলাইন ভিসা প্রতারক চক্রের এক নারী সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল

বিজ্ঞাপন

ইসলাম জানান, ডিবি পুলিশ শুক্রবার অনলাইন ভিসা প্রতারক চক্রের এক মহিলা সদস্যকে আটক করেছে।

আটকের নাম জুই আক্তার (২৪)। তিনি কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, মাদারীপুরের কালকিনির কাশিমপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আরিফ উদ্দিনের কাছ থেকে বিকাশ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ২৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন জুই। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি নিতাই ডাঙ্গাপাড়া থেকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জুই প্রতারণার বিষয়টি স্বীকার করে এবং চক্রের অন্য সদস্যদের সহযোগিতায় অর্থ আত্মসাৎ করেছেন বলেও জানান।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত