কানাডার ভিসার প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অনলাইন ভিসা প্রতারক চক্রের এক নারী সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল
ইসলাম জানান, ডিবি পুলিশ শুক্রবার অনলাইন ভিসা প্রতারক চক্রের এক মহিলা সদস্যকে আটক করেছে।
আটকের নাম জুই আক্তার (২৪)। তিনি কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, মাদারীপুরের কালকিনির কাশিমপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আরিফ উদ্দিনের কাছ থেকে বিকাশ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ২৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন জুই। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি নিতাই ডাঙ্গাপাড়া থেকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জুই প্রতারণার বিষয়টি স্বীকার করে এবং চক্রের অন্য সদস্যদের সহযোগিতায় অর্থ আত্মসাৎ করেছেন বলেও জানান।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।


রংপুরে ৪ শিশু অপহরণকারী নারী আটক