আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, দিনাজপুরে তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

প্রতিনিধি, দিনাজপুর

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, দিনাজপুরে তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

দিনাজপুরে তাপমাত্রা কমেছে, বেড়েছে শীতের তিব্রতা। আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ।

বিজ্ঞাপন

তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তিব্রতা ক্রমেই বেড়েছে। শীতের কারণে মানুষ, গবাদিপশু ও অন্যান্য পশুপাখি কাহিল হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী বেশী বিপাকে পড়েছে। শীতে কাজ না পেয়ে কষ্ট জীবন যাপন করছেন এসব শ্রমজীবী মানুষ।

এদিকে শীতের কারণে গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। এই সুযোগে দোকানিরা গরম কাপড়ের দাম খানিকট বাড়িয়ে দিয়েছে।

দিনাজপুরে গত প্রায় এক সপ্তাহধরে বেলা ১২টার পর ছাড়া সূর্যের দেখা মেলছে না। ১২টার পর সূর্যের দেখা মিললেও কোন তাপ থাকে না। বিকেল ৩টার পর সূর্য আবারো হারিয়ে যায়। ফলে বেশ শীত অনুভূত হয়।

দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই এরপরও শীত বেশি। তবে গত ৪/৫ দিনধরে দিনাজপুরসহ আশপাশের জেলায় হিমেল হাওয়া বইছে, সাথে ঘন কুয়াশা। ঘন কুয়াশার কারণে দিনের বেশির ভাগ সময় সূর্যের আলো দেখা না দেওয়ায় শীত বেশি অনুভুত হচ্ছে। এ অবস্থা আরো দুয়েকদিন থাকতে পারে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।

কনকনে শীতে মানুষ, গবাদি পশু, কুকুর, বিড়ালসহ ও অন্যান্য প্রাণিকূল খুব কষ্টে রয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বধবাল (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন