ওসির অপসারণ দাবিতে বোচাগঞ্জে মিছিল মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১৩: ৩৫

দিনাজপুরের বোচাগঞ্জে এক যুবকের মাথায় আঘাত করে মধ্যযুগীয় কায়দায় চালানো নির্মম হামলার ঘটনায় এখনও কোনো আসামিকে গ্রেপ্তার না করায় বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারের দ্রুত অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জুন) বেলা ১১টায় সেতাবগঞ্জ চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি শেষে একটি ঝাড়ু মিছিল থানার গেট পর্যন্ত গিয়ে আবার চৌরাস্তায় এসে শেষ হয়।

সর্বস্তরের সাধারণ জনগণের অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, “আহত ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন— তারপরও পুলিশ একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। এই চরম ব্যর্থতার দায়ে ওসিকে দ্রুত অপসারণ করতে হবে।”

বক্তারা আরও বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে হরতাল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার দৈনিক আমার দেশকে বলেন,আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত ৯ জুন বিকালে সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা চলাকালে স্থানীয় বিএনপি নেতা ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সভাপতি আসাদুজ্জামানের ছেলে শাহরিয়ার শিশিরের (২৪) ওপর একদল যুবক দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, “এটা কোনো সাধারণ মারামারি নয়—মাথায় ধারালো অস্ত্র চালানো হয়েছে। এটা ছিল এক ভয়ংকর পাশবিক নির্যাতন।”

গুরুতর আহত অবস্থায় শিশিরকে হাসপাতালে নেয়ার পর জানা যায়, তার মাথার ডান পাশে রক্ত জমাট বেঁধে গেছে। পরে তাকে আইসিইউতে ভর্তি করে অস্ত্রোপচারের মাধ্যমে সেই জমাট রক্ত অপসারণ করা হয়। এখনও সে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

আহতের বাবা আসাদুজ্জামান ঘটনার দিনই বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। মামলায় রেল কলোনি পাড়ার ৮ জনকে আসামি করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত