ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৪: ৩২

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বাজারে ওষুধ কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর দ্রুত অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ভুল্লী এলাকার কুমারপুর কলেজপাড়ায় ইসরাত জাহান নাসরিন-এর বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ভুল্লী কুমারপুর এলাকার ক্ষেণপাড়া গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে হামিদুর রহমান (৫২), এবং একই এলাকার মো. নাসির উদ্দীনের মেয়ে ইসরাত জাহান নাসরিন (২৩)। মামলার আরেক আসামি, একই গ্রামের মৃত রজব প্রাচে উদ্দীনের ছেলে জাহেরুল ইসলাম (৪৮) পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ কিছুটা মানসিক সমস্যাগ্রস্ত হওয়ায় প্রতিবেশী হামিদুর রহমান ও জাহেরুল ইসলাম বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে গৃহবধূ ওষুধ কেনার জন্য ভুল্লী বাজারে গেলে অভিযুক্তরা তাকে ঘুরতে যাওয়ার কথা বলে। তিনি রাজি না হলেও তারা তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে বিভিন্ন জায়গায় ঘোরান। পরে তারা তাকে একটি অটোভ্যানে করে কুমারপুর কলেজপাড়ায় ইসরাত জাহান নাসরিনের বাড়িতে নিয়ে যান। সেখানে নাসরিনের সহযোগিতায় হামিদুর ও জাহেরুল তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।

ধর্ষণের পর গৃহবধূ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সব জানান। এ ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। অভিযুক্তরা এই সুযোগে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেয়। কিন্তু ভুক্তভোগী তাদের প্রস্তাবে রাজি না হয়ে স্বামীর সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার বলেন, “গৃহবধূকে ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ভুক্তভোগী গৃহবধূর স্বামী আসামিদের কঠোর শাস্তি দাবি করে বলেন, “আমার স্ত্রীর মানসিক সমস্যা আছে। এই জঘন্য কাজ করার জন্য আমি আসামিদের বিচার চাই।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত