আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

র‍্যাবের অভিযানে পিস্তল ও শুটারগান উদ্ধার

রংপুর অফিস

র‍্যাবের অভিযানে পিস্তল ও শুটারগান উদ্ধার
ছবি: আমার দেশ।

রংপুর র‌্যাব-১৩-এর সদস্যরা বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো শুক্রবার (২৩ জানুয়ারি) সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাব-১৩ নিয়মিত গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি দল নীলফামারী জেলার জলঢাকা থানার বালাগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জলঢাকা-টু-ডালিয়া সড়কের পাকা রাস্তার পূর্ব পাশে আছির উদ্দিনের ছেলে মো. তোফাজ্জলের বাঁশ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের শপিং ব্যাগ উদ্ধার করে। ওই ব্যাগের ভেতর থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল জব্দ করা হয়।

অপরদিকে, একই রাতে পৃথক আরেকটি অভিযানে সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে গড়েয়া ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত পিস্তল ও শুটার গান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার ২৩ জানুয়ারি সংশ্লিষ্ট থানাসমূহে হস্তান্তর করা হয়েছে।

সমাজের শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান এবং র‌্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন