তারাগঞ্জে যুবকের লাশ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯: ৫৫
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১০: ১৯

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াবাড়িরডাঙ্গা নামক স্থানে খবির মিয়ার পুকুর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক বাবু (২২) একই উপজেলার সয়ার ইউনিয়নের চালচারলিয়া বুড়িরহাট এলাকার শফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার জানায়, সোমবার (২৮ জুলাই) রাতে বাবু তার বাবার ভ্যান নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে গভীর রাত পর্যন্ত তিনি আর ফিরে আসেননি। এতে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ঘনিরামপুর বুড়াবাড়িরডাঙ্গা এলাকায় পুকুরপাড়ে একটি লাশ পড়ে আছে। পরে শফিকুল ইসলাম সেখানে গিয়ে লাশটি তার ছেলে বাবুর বলে শনাক্ত করেন।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নেয়ার জন্য বাবুকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। বাবুর গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত