হেরোইন ও ১০ লাখ টাকাসহ দম্পতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৪: ০৪

উপজেলার কুর্শা ইউনিয়নের হাজিপাড়া গ্রামে ৪.২৫ মিলিগ্রাম হেরোইন ও নগদ ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, হাজিপাড়া গ্রামের ওসমান গণির মেয়ে মোছা. ওছপেয়ারা বেগম (৩৫) ও তার স্বামী গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া বালাটারি গ্রামের মো. লুৎফর রহমান (৪০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিয়ের পর থেকে লুৎফর রহমান শ্বশুরবাড়ি তারাগঞ্জে থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করতেন।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওছপেয়ারার বাবার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ৪.২৫ মিলিগ্রাম হেরোইন ও ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত