উপজেলার কুর্শা ইউনিয়নের হাজিপাড়া গ্রামে ৪.২৫ মিলিগ্রাম হেরোইন ও নগদ ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, হাজিপাড়া গ্রামের ওসমান গণির মেয়ে মোছা. ওছপেয়ারা বেগম (৩৫) ও তার স্বামী গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া বালাটারি গ্রামের মো. লুৎফর রহমান (৪০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিয়ের পর থেকে লুৎফর রহমান শ্বশুরবাড়ি তারাগঞ্জে থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করতেন।
শুক্রবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওছপেয়ারার বাবার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ৪.২৫ মিলিগ্রাম হেরোইন ও ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

