সীমান্তে প্রায় দুই মণ গাঁজাসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, (ফুলবাড়ী) কুড়িগ্রাম
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৬: ২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ঘুঘুরহাট তেলীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচারের সময় ফুলবাড়ী থানা পুলিশের হাতে প্রায় ২ মণ গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার ও একটি সিএনজি আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নী গ্রামের মরহুম রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮), অপরজন একই ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামের মরহুম সমশের আলীর ছেলে ও খলিশাকোঠাল এলাকার সিএনজি চালক সফিকুল ইসলাম (৫০)।

বিজ্ঞাপন

ফুলবাড়ী থানা পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে ফুলবাড়ী উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া গ্রামস্থ ঘুঘুরহাট-টু-নাগেশ্বরীগামী পাকা সড়ক দিয়ে সিএনজি যোগে ভারতীয় গাঁজার বস্তা পাচার হবে এমন গোপন সংবাদ আসে।

এই গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী টিম অভিযানে নামে। পরে সিএনজি ভর্তি গাঁজার বস্তা নিয়ে মাদক কারবারিরা আসলে পুলিশ তাদের থামিয়ে গাঁজাসহ দুই কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে জানান, এ ঘটনায় হাতেনাতে আটককৃত মাদক পাচারকারী দুইজনসহ মোট ৮ জন মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত