আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পলাশবাড়ীতে ঝুঁকিপূর্ণ সেতুর ওপর কাঠ বিছিয়ে পারাপার

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)
পলাশবাড়ীতে ঝুঁকিপূর্ণ সেতুর ওপর কাঠ বিছিয়ে পারাপার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দীর্ঘদিনের পুরনো ও ভাঙা একটি সেতুর ওপর কাঠ বিছিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় জনসাধারণ, রিকশা ও ভ্যান।

সরেজমিনে জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা এলাকায় আলাই নদীর ওপর অবস্থিত হেয়ালী ব্রিজটি ১৯৮৮-৮৯ অর্থ বছরে জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। দীর্ঘদিনের পুরাতন হওয়ায় সেতুটির ছাদ ভেঙে পড়ে গেছে। প্রায় ১০ বছরেরও অধিক সময় ধরে ব্রিজের ভাঙা অংশে কাঠ বিছিয়ে চরম ভোগান্তি ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষজন।

বিজ্ঞাপন

হরিনাথপুর ইউপি’র ৮নং ওয়ার্ড সদস্য জিয়ারুল রহমান জানান, সেতুটি ভেঙে যাওয়ায় এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহনসহ সাধারণ মানুষ চলাচল করছে। এতে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর বলেন, ওই ভাঙা ব্রিজের ছাদে কাঠ দিয়ে এলাকার সাধারণ মানুষ, রিকশা-ভ্যান ছাড়াও কৃষিপণ্য নিয়ে অতিকষ্টে চলাচল করতে পারলেও কোনো ভারী যানবাহন চলাচল করতে পারে না। তিনি দ্রুত সেতুটি নির্মাণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তহিদুল করিম সরকার জানান, ভাঙা সেতুটির বিষয়ে কয়েক দফা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ব্রিজটি নির্মাণে কোনো অনুমতি পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার

এলাকার খবর
খুঁজুন