আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি অঙন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে: সুজন সম্পাদক

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

নির্বাচনি অঙন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে: সুজন সম্পাদক

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একটি নির্বাচন খুবই প্রয়োজন। নির্বাচনি অঙন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে। এখনো বেশির ভাগ প্রার্থী কালোটাকার মালিক, পেশিশক্তিনির্ভর রাজনীতি করছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গাইবান্ধার পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে সুধীজনের সঙ্গে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন সংস্কারের ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের সংস্কার। কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন।

বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল। মূলত সে কারণে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক। সেই পুরোনো পথে হেঁটেই শেখ হাসিনা দানবে পরিণত হতে পেরেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

বদিউল আলম বলেন, সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং প্রতিশোধপরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সুজনের ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, সুজনের জেলা ফেসিলিটেটর আতিক সুমন, ম্যানেজার মেহেরুন নেসা, পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কৃষক জাহিদুল ইসলাম, সদস্য আলিউল ইসলাম বাদল, আব্দুল্লাহ আদিল নান্নুসহ সুজনের স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন