পীরগাছায় সমন্বয়কের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০২: ৪৮

রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, রংপুর জেলার সদস্য ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে উপজেলার ছাত্রজনতার নাম ভাঙিয়ে নানামুখী অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা যুক্ত থাকার অভিযোগে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার প্যাডে, জেলার মুখ্য সংগঠক রিফাত হাসান স্বাক্ষরিত নোটিশ সূত্রে জানা যায়, পীরগাছার সমন্বয়ক ও জেলা বৈছাআ সদস্য মো. ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে আনিত অভিযোগের আলোকে বৈছাআ রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক তারেক ইমতিয়াজ রাভিন, যুগ্ম সদস্য সচিব এহসান হাবিব ও সদস্য মিরাজুল ইসলাম মিরাজকে তদন্ত কমিটির সদস্য নির্বাচন করে, আগামী তিন দিনের মধ্যে অভিযুক্ত ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত প্রতিবেদন জেলার মুখ্য সংগঠক বরাবর জমা দেয়ার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

Mahim-2

এর আগে, গত ১৮ জুন পীরগাছার বৈষম্যবিরোধী ছাত্রজনতার পক্ষে; শাকিল আহম্মেদ, কানন, ইসতিয়াক আহমেদ কৌশিক, আবু দারদা মাফি, মিরাজুল হাসান সৌরভ, মাহদী হাসান বিপু, বৈছাআ জেলা মুখ্য সংগঠক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্র সমন্বয়ক ফারদিন এহসান মাহিম, নিজের রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে বেআইনিভাবে, তার বোন ইশরাত জাহান শারমিনের নামে খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস) ডিলারশিপ অনুমোদন আদায় করেছেন। জেএন স্কুলে ‘টি-১২ লীগ’ নামে একটি ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে সরকারিভাবে বরাদ্দকৃত; এক লাখ ১২ হাজার টাকা আত্মসাত এবং শহীদ পরিবারকে হয়রানি করাসহ তাদের দিয়ে মিথ্যা মামলা বাণিজ্য করেছে। উপজেলার ধনীর বাজার স্কুলের প্রধান শিক্ষককে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। এছাড়াও মাহিম ও শামীমের নেতৃত্বে এডিপির পিআইসি ক্রীড়া বরাদ্দ থেকে দশ লাখ টাকার একটি প্রকল্পও নেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার মুখ্য সংগঠক রিফাত হাসান আমার দেশকে বলেন, ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

রংপুর জেলা আহ্বায়ক ইমরান আমার দেশকে বলেন, জেলা সদস্য ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। এ জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত