বাসচাপায় নার্স নিহত, আড়াই ঘণ্টা অবরুদ্ধ ঢাকা-রংপুর মহাসড়ক

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মরিয়ম আক্তার (৪৫) নামে এক নার্স নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া এলাকায় ফুটওভার ব্রিজ স্থাপনের দাবিতে ছাত্র-জনতা ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে।

বিজ্ঞাপন

জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া নামক স্থানে নার্স মরিয়ম আক্তার রাস্তা পারাপারের সময় শঠিবাড়ি এক্সপ্রেস নামে সৈয়দপুরগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। মরিয়ম পৌর এলাকার পূর্ব পান্থাপাড়া গ্রামের মৃত শেলু শেখের মেয়ে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উুপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে সেখানে ফুট ওভার ব্রিজ স্থাপনের আশ্বাস দিলে প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত