সাবেক এমপি দবিরুলের সম্পত্তি ক্রোকের নির্দেশ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৩৩

ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মো. দবিরুল ইসলামের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জামাল হোসেন এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী।

এর আগে গত ১১ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. ইমরান হোসেন আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়— সাবেক এমপি দবিরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও সীমাহীন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে দুদক জানতে পারে, তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ ৬৬ হাজার ৬৬১ টাকা।

দুদকের তদন্তে উঠে আসে, এসব সম্পদ তার নিজের নামে ছাড়াও পরিবারের সদস্যদের নামে অর্জিত হয়েছে। এ অবস্থায় সম্পদ ক্রোকের আবেদন করলে আদালত স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।

সূত্র বলছে, দবিরুল ইসলাম বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর তার নামে থাকা সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছিলেন। ফলে এগুলো যাতে বেহাত বা স্থানান্তর না হয়, সে জন্য দুদক জরুরি ভিত্তিতে আদালতের শরণাপন্ন হয়।

দুদকের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, আমরা আদালতে আবেদন করেছিলাম। রোববার আদালত আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক এমপির সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে দবিরুল ইসলামের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা দায়ের হয়। গত বছরের ২ অক্টোবর বিএনপি নেতা হাবিবুর রহমান বাবলুর দায়ের করা মামলায় রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত টানা সাতবার ঠাকুরগাঁও-২ আসনে এমপি নির্বাচিত হন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত