আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, (আদিতমারী) লালমনিরহাট

বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

লালমনিরহাট তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত। তার মধ্যে লালমনিরহাট-২ আসনটি আদিতমারী ও কালিগন্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে পৃথক দুটি সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এই ঘটনাকে ঘিরে আসনটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত একটি নির্বাচনি জনসভায় ছাত্রদল ও যুবদলের ২৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। উপস্থিত হাজারো জনতার সামনে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি এবং লালমনিরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ব্যক্তিগতভাবে যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে স্বাগত জানান ও বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য রেজাউল করিম বলেন, “আমি ২০১৩ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। দীর্ঘ এক দশকেরও বেশি সময় দলের হয়ে কাজ করেছি। সর্বশেষ চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সদস্য পদে ছিলাম। কিন্তু আজ সেই পদ ছেড়ে স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করলাম।”

দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, “বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান, কর্মপন্থা ও নীতির সঙ্গে আমি আর একমত হতে পারছি না। আমি বিশ্বাস করি ন্যায় ও ইনসাফের রাজনীতিতে। সেই বিশ্বাস থেকেই আজ জামায়াতে ইসলামীতে যোগ দিলাম। শুধু আমি একা নই, আমার নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের মোট ২৫ জন সক্রিয় সদস্য একসাথে জামায়াতে যোগ দিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ধরনের দল পরিবর্তন লালমনিরহাটের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষত তৃণমূল পর্যায়ে দলীয় কর্মীদের মধ্যে এর প্রতিক্রিয়া কেমন হয় সেটি দেখার বিষয়।

এদিকে, এই ঘটনার পর বিএনপির স্থানীয় নেতারা এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে দলীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে তারা পর্যালোচনা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...