তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা লিটন বেনাপোল চেকপোস্টে আটক

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৯: ২৪
সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লিটন

রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আনিছুর রহমান লিটন (৫২) ভারতে প্রবেশের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক হয়েছেন। রোববার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাসপোর্ট যাচাইকালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটক লিটনের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে। উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে তিনি পরিচিত মুখ এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন।

জানা গেছে, আনিছুর রহমান লিটনের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি মেট্রোপলিটন থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার তথ্য ইমিগ্রেশন ডেটাবেজে ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।

আটকের পর আনিছুর রহমান লিটনকে আইনগত প্রক্রিয়া শেষে রংপুরের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত