উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রোপাগান্ডা ও গুজবের দল নিষিদ্ধ আওয়ামী লীগ মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের থিংক ট্যাংক সংগঠন পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিচার্জ সোসাইটির সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম বলেছেন, পিআর দাবিকে সামনে রেখে সুবিধাবাদী কিছু রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া বানচালের অপচেষ্টা চালাচ্ছে।
ফেব্রুয়ারিতে নির্ধারিত ভোট যাতে না হয়, তা নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র।
শুক্রবার রাতে স্থানীয় প্রেস ক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
আজিজুল ইসলাম বলেন, ‘প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে উন্নয়নের নামে লুটপাট, টাকা পাচার, গুম-খুনে ব্যস্ত ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। দেশকে ধ্বংস করেছে তারা। এখন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে প্রোপাগান্ডা ও গুজবকে ব্যবহার করছে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, যাতে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গঠনে জনগণ সম্পৃক্ত হতে পারে।
মনোনয়ন প্রত্যাশী এই বিএনপি নেতা বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। আগামীতেও হবে না। জনগণ সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দেবে। দেশের মানুষ গত ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি, তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের নেতৃত্বে ভোটের মাধ্যমেই আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।’
প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, নুরুল আমীনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রোপাগান্ডা ও গুজবের দল নিষিদ্ধ আওয়ামী লীগ মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের থিংক ট্যাংক সংগঠন পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিচার্জ সোসাইটির সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম বলেছেন, পিআর দাবিকে সামনে রেখে সুবিধাবাদী কিছু রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া বানচালের অপচেষ্টা চালাচ্ছে।
ফেব্রুয়ারিতে নির্ধারিত ভোট যাতে না হয়, তা নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র।
শুক্রবার রাতে স্থানীয় প্রেস ক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
আজিজুল ইসলাম বলেন, ‘প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে উন্নয়নের নামে লুটপাট, টাকা পাচার, গুম-খুনে ব্যস্ত ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। দেশকে ধ্বংস করেছে তারা। এখন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে প্রোপাগান্ডা ও গুজবকে ব্যবহার করছে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, যাতে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গঠনে জনগণ সম্পৃক্ত হতে পারে।
মনোনয়ন প্রত্যাশী এই বিএনপি নেতা বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। আগামীতেও হবে না। জনগণ সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দেবে। দেশের মানুষ গত ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি, তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের নেতৃত্বে ভোটের মাধ্যমেই আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।’
প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, নুরুল আমীনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে