উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাজহারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দলটির উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
আমার দেশ প্রতিনিধি বহিষ্কারাদেশের একটি অনুলিপি পেয়েছেন। এতে বলা হয়েছে, দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করার কারণে গত ১৬ আগস্ট, ২০২৫ তারিখে উপজেলা শাখার সকল দায়িত্বশীলদের উপস্থিতিতে মাজহারুল ইসলামকে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে দলের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।
বহিষ্কারপত্রে আরও জানানো হয়, এখন থেকে মাওলানা মো. শিহাব উদ্দিন উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, মাজহারুল ইসলামের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠলে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়। কিন্তু তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। ফলে সভার মাধ্যমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি প্রতারণার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় পুলিশ মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাজহারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দলটির উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
আমার দেশ প্রতিনিধি বহিষ্কারাদেশের একটি অনুলিপি পেয়েছেন। এতে বলা হয়েছে, দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করার কারণে গত ১৬ আগস্ট, ২০২৫ তারিখে উপজেলা শাখার সকল দায়িত্বশীলদের উপস্থিতিতে মাজহারুল ইসলামকে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে দলের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।
বহিষ্কারপত্রে আরও জানানো হয়, এখন থেকে মাওলানা মো. শিহাব উদ্দিন উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, মাজহারুল ইসলামের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠলে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়। কিন্তু তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। ফলে সভার মাধ্যমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি প্রতারণার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় পুলিশ মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে