শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৬: ২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাজহারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দলটির উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আমার দেশ প্রতিনিধি বহিষ্কারাদেশের একটি অনুলিপি পেয়েছেন। এতে বলা হয়েছে, দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করার কারণে গত ১৬ আগস্ট, ২০২৫ তারিখে উপজেলা শাখার সকল দায়িত্বশীলদের উপস্থিতিতে মাজহারুল ইসলামকে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে দলের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

বিজ্ঞাপন

বহিষ্কারপত্রে আরও জানানো হয়, এখন থেকে মাওলানা মো. শিহাব উদ্দিন উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, মাজহারুল ইসলামের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠলে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়। কিন্তু তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। ফলে সভার মাধ্যমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি প্রতারণার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় পুলিশ মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত