বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতিতে বিশ্বাসী নয়: ডা. জাহিদ

রংপুর অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০১: ৪০
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৩: ৪৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাসী নয়। কোনো অবস্থাতেই কেউ জনগণের কথা বলে, জনগণের মতামতকে উপেক্ষা করে জনগণের ওপর কোনো সিস্টেম চাপিয়ে দিতে পারেন না।

শুক্রবার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদ্য জেলা বিএনপির প্রয়াত সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণে অনুষ্ঠিত শোক সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

যারা পিআর পদ্ধতির কথা বলছেন, তাদের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে ডা. জাহিদ বলেন, জনগণ যেটা গ্রহণ করবে, সেটাই হবে।

জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এর হাজার হাজার প্রার্থী আছে। বিএনপি দলীয় মনোনয়নের বিষয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে। মনোনয়ন দেওয়ার যখন সময় আসবে, তখন বিএনপির পার্লামেন্টারি বোর্ড যথাসময়ে দলীয় মনোনয়ন দেবে। এটি নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই। অথবা এটা মনে করার কোনো কারণ নেই যে বিএনপি দলীয় মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখেনি ।

বিএনপির যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে যে প্রতীকে ভোট হয়েছে, জনগণ ভোট দিয়েছে, সে প্রতীক নিয়ে এনসিপি যে অভিযোগ দিয়েছে; সেটা খুব একটা ভালো দেখাচ্ছে না। মানুষও ভালোভাবে গ্রহণ করছে না। তারা তাদের দাবি জানাতেই পারে। তাদের দাবি মানা হবে কি না, সেটা ইলেকশন কমিশনের ব্যাপার। অন্য দলের প্রতীক নিয়ে এনসিপির আপত্তি শোভনীয় নয় বলে মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডনসহ স্থানীয় নেতারা।

প্রসঙ্গত, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু গত বুধবার ঢাকা থেকে সম্মেলনের দাওয়াত দিয়ে রংপুর ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার শেরপুরে ইন্তেকাল করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত