আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশে সংবাদ প্রকাশ, বহিষ্কার গাইবান্ধা বিএনপির নেতা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
আমার দেশে সংবাদ প্রকাশ, বহিষ্কার গাইবান্ধা বিএনপির নেতা

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলা বিএনপির সহ- সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এখন থেকে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোনো প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর অনেকেই খুশি হয়েছেন।

উল্লেখ্য গত ১৫ আগস্ট নাহিদুজ্জামান নিশাদকে নিয়ে আমার দেশ পত্রিকায় ‘বিএনপির বড় পদ কিনলেন আ.লীগের ডামী প্রার্থী’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন