পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২০: ৩০

ঠাকুরগাঁওয়ের সোহান ও সিয়াম নামে দুই ভাই পুকুরে ডুবে মারা গেছে। শুক্রবার সকালে বালিয়াডাঙ্গীর উপজেলার পাড়িয়া ইউনিয়নে লাহেড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহান ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে আর সিয়াম একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। তারা একে অপরের চাচাতো ভাই।

ছুটির দিনে সোহানের বাসায় খেলতে এসেছিল সিয়াম। দুজনে পুকুর পাড়ে খেলছিল। হাঠাৎ পা পিছলে সিয়াম পড়ে গেলে তাকে বাঁচাতে সোহান পুকুরে নামে এবং দুজনই পুকুরে ডুবে মারা যায় ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুটি শিশুর এভাবে পানিতে ডুবে মারা গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত