সিন্ডিকেটের চার মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০৯

নীলফামারীর কিশোরগঞ্জে রংপুর-রাজশাহী অঞ্চলের মাদক সিন্ডিকেটের ডন খ্যাত মাসুদ রানা ওরফে কেরুসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। বুধবার দিবাগত রাত দেড় টার দিকে কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর কাছারী বাজারস্থ এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ৪০০ পিস ইয়াবা, হেরোইন ১৫১ পুড়িয়াসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি বৃহস্পতিবার কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম নিশ্চিত করে জানান, মাসুদ রানা ওরফে কেরু রংপুর-রাজশাহী অঞ্চলের মাদক কারাবরির ডন। মাদকের বড় একটি চালান আদান প্রদান হবে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেরুসহ চার মাদক কারাবরিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা ওরফে কেরু (৩৮) রংপুর মহানগর পার্বতীপুর ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা খটকু মিয়ার ছেলে। অপর মাদক ব্যবসায়ীরা হল কিশোরগঞ্জের নিতাই পানিয়ালপুকুর কাছারী বাজারের শহিদুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৫), পানিয়ালপুকুর চানশাহপাড়া গ্রামের মৃত লোকমান আলমের ছেলে মনোয়ার হোসেন (৩৩) ও রংপুর সদরের চন্দনপাঠ ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোকতার হোসেনের পুত্র শিমুল মিয়া (২৮)।

কিশোরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান. বুধবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একটি মাদকের বড় চালান কাছারী বাজারস্থ মাদক ব্যবসায়ী আলমগীরের বাড়িতে আদান প্রদান হবে। খবর পেয়ে নজরদারিতে রাখা হয় ওই বাড়িটি। গভীর রাতে তারা বাড়িতে প্রবেশ করা মাত্রই অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলমগীরের বাড়িটি ঘেরাও করা হয়। এসময় মাদক জগতের ডন মাসুদ রানা ওরফে কেরুকে সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও হেরোইন ১৫১ পুড়িয়া উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত