লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুরুষ-নারী, শিশুসহ ৭ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাতে তাদেরকে ঠেলে দেওয়া হয়।
আটককৃতরা হলেন, আনারুল ইসলাম (৪২), রোজিনা খাতুন (৩৬), আব্দুর রশিদ (২২), আনারুল ইসলাম, আরফিনা খাতুন (১৮), মুসা (৯), মারিয়াম (০৫), আল-আমিন (০২)। তারা লালমনিরহাটের মোগলহাট থানার কোদাল খাতা গ্রামের বাসিন্দা।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, সীমান্তে পুশ ইনের খবর পেয়েছি। তারা বাংলাদেশের নাগরিক। এখনো বিজিবি নিকট রয়েছে। তবে থানায় হস্তান্তর হলে তাদের ঠিকানা অনুযায়ী তাদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

