আ.লীগ নেতার বাড়িতে ৬ ছাত্র পুড়িয়ে হত্যা
হাসান উল আজিজ, লালমনিরহাট
জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ৬ শহীদ যোদ্ধাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাদের পরিবারের সদস্যরা।
সোমবার ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় লালমনিরহাট শহরের নর্থকিং রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই শহীদ শ্রাবণের বাবা সাইদুর রহমান মিঠুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকার একটি প্রতিবেদন শহীদ পরিবারের জন্য চরম অপমানজনক।
তিনি অভিযোগ করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় তাদের সন্তানরা ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর লালমনিরহাট শহরে বিজয় মিছিলে অংশ নেয়ার সময় ষড়যন্ত্রমূলকভাবে তাদের সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়।
সাইদুর রহমান আরও বলেন, ওই বছরের ৫ আগস্ট আন্দোলনের দিন ছাত্রদের একটি মিছিল শহরের মিশনমোড় থেকে শহীদ মিনারের দিকে অগ্রসর হলে সেখানে আগে থেকেই অবস্থানরত আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। পরে ছয়জন ছাত্র প্রতিনিধি- জোবায়ের হোসেন, আল শাহরিয়ার রিয়াদ তন্ময়, শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ, জনি মিয়া, রাধিক হোসেন রুশো ও মো. রাজিব উল করিম সরকারকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে নিয়ে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। অথচ প্রথম আলো মনগড়া সংবাদ পরিবেশন করে শহীদ পরিবারকে হেয়প্রতিপন্ন করেছে।
লিখিত বক্তব্যে শহীদ পরিবারগুলো প্রথম আলোর ওই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ সংবাদ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর ‘‘প্রথম আলোর অনুসন্ধান- জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ’’ শীর্ষক প্রতিবেদনে দাবি করা হয়, ‘‘লালমনিরহাটের ছয় ব্যক্তির পরিবারের সদস্যরা প্রথম আলোকে জানিয়েছেন, তাঁদেরও মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তাঁরা হলেন আল শাহ রিয়াদ (প্রজ্ঞাপন নম্বর-৭১৩), মো. জোবায়ের হোসেন (প্রজ্ঞাপন নম্বর ৭১৪), মো. শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ (নম্বর ৭১৫), মো. জাহিদুর রহমান (৭২৯), মো. রাজিব উল করিম সরকার (নম্বর ৭৮২) ও মো. রাদীফ হোসেন রুশো (৭৮৩)।
২০২৪ সালের ৫ আগস্ট আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাঁদের স্বজনের মৃত্যু হয়েছে বলে প্রথম আলোকে বলেছেন রিয়াদের মা নাজনিন পারভীন, জোবায়েরের বাবা মো. জহিরুল ইসলাম, শ্রাবণের বাবা মো. সাইদুর রহমান, জাহিদুরের বোন খুশি, রাজিবের বাবা মো. রেজাউল করিম সরকার এবং রাদীফের বাবা মো. জিয়াউর রহমান।
ঘটনার পরপর গণমাধ্যমে আসা তথ্য ও পুলিশের ভাষ্য, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত হন এই ছয়জন।’’
এদিকে, আমার দেশের পক্ষ থেকে শ্রাবণের বাবা সাইদুর রহমান মিঠুলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন।
সোমবারের সংবাদ সম্মেলনে উল্লিখিত ছয়জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেইনি। আজকের সংবাদ সম্মেলনের পর প্রথম আলো কী করে- সেটা আমরা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নিব।’
তিনি আরও বলেন, ‘‘প্রথম আলো এসব তথ্য কোথায় পেল- সেটা আমরা জানি না। আমরা প্রথম আলোর জেলা প্রতিনিধিকে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম। কিন্তু তিনি বলেছেন, এ ধরনের তথ্য তিনি প্রথম আলোর অফিসে পাঠাননি।’’
জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ৬ শহীদ যোদ্ধাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাদের পরিবারের সদস্যরা।
সোমবার ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় লালমনিরহাট শহরের নর্থকিং রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই শহীদ শ্রাবণের বাবা সাইদুর রহমান মিঠুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকার একটি প্রতিবেদন শহীদ পরিবারের জন্য চরম অপমানজনক।
তিনি অভিযোগ করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় তাদের সন্তানরা ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর লালমনিরহাট শহরে বিজয় মিছিলে অংশ নেয়ার সময় ষড়যন্ত্রমূলকভাবে তাদের সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়।
সাইদুর রহমান আরও বলেন, ওই বছরের ৫ আগস্ট আন্দোলনের দিন ছাত্রদের একটি মিছিল শহরের মিশনমোড় থেকে শহীদ মিনারের দিকে অগ্রসর হলে সেখানে আগে থেকেই অবস্থানরত আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। পরে ছয়জন ছাত্র প্রতিনিধি- জোবায়ের হোসেন, আল শাহরিয়ার রিয়াদ তন্ময়, শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ, জনি মিয়া, রাধিক হোসেন রুশো ও মো. রাজিব উল করিম সরকারকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে নিয়ে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। অথচ প্রথম আলো মনগড়া সংবাদ পরিবেশন করে শহীদ পরিবারকে হেয়প্রতিপন্ন করেছে।
লিখিত বক্তব্যে শহীদ পরিবারগুলো প্রথম আলোর ওই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ সংবাদ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর ‘‘প্রথম আলোর অনুসন্ধান- জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ’’ শীর্ষক প্রতিবেদনে দাবি করা হয়, ‘‘লালমনিরহাটের ছয় ব্যক্তির পরিবারের সদস্যরা প্রথম আলোকে জানিয়েছেন, তাঁদেরও মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তাঁরা হলেন আল শাহ রিয়াদ (প্রজ্ঞাপন নম্বর-৭১৩), মো. জোবায়ের হোসেন (প্রজ্ঞাপন নম্বর ৭১৪), মো. শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ (নম্বর ৭১৫), মো. জাহিদুর রহমান (৭২৯), মো. রাজিব উল করিম সরকার (নম্বর ৭৮২) ও মো. রাদীফ হোসেন রুশো (৭৮৩)।
২০২৪ সালের ৫ আগস্ট আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাঁদের স্বজনের মৃত্যু হয়েছে বলে প্রথম আলোকে বলেছেন রিয়াদের মা নাজনিন পারভীন, জোবায়েরের বাবা মো. জহিরুল ইসলাম, শ্রাবণের বাবা মো. সাইদুর রহমান, জাহিদুরের বোন খুশি, রাজিবের বাবা মো. রেজাউল করিম সরকার এবং রাদীফের বাবা মো. জিয়াউর রহমান।
ঘটনার পরপর গণমাধ্যমে আসা তথ্য ও পুলিশের ভাষ্য, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত হন এই ছয়জন।’’
এদিকে, আমার দেশের পক্ষ থেকে শ্রাবণের বাবা সাইদুর রহমান মিঠুলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন।
সোমবারের সংবাদ সম্মেলনে উল্লিখিত ছয়জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেইনি। আজকের সংবাদ সম্মেলনের পর প্রথম আলো কী করে- সেটা আমরা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নিব।’
তিনি আরও বলেন, ‘‘প্রথম আলো এসব তথ্য কোথায় পেল- সেটা আমরা জানি না। আমরা প্রথম আলোর জেলা প্রতিনিধিকে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম। কিন্তু তিনি বলেছেন, এ ধরনের তথ্য তিনি প্রথম আলোর অফিসে পাঠাননি।’’
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে