দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২: ২২
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫১

দিনাজপুরে রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর ফলে দিনাজপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার সকালে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন
dinajpur-1

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা পলিটেকনিক ইন্সটিটিউটে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর করা, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত করা, কারিগরি বোর্ড সংস্কারসহ ছয় দাবি জানিয়ে আসছি, কিন্তু দাবি মানা হচ্ছে না।

শিক্ষার্থীদের অবরোধের ফলে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহীগামী বাংলাবান্ধা দিনাজপুর ষ্টেশনে এবং সান্তাহার গামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর রেলওয়ে ষ্টেশনে আটকা পড়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত