আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বদরগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রংপুর অফিস

বদরগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে সাংবাদিক এম এ সালাম বিশ্বাসের ওপর সন্ত্রাসী হামলা এবং তার বাড়িঘর ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান আসামি আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক এম এ সালাম বিশ্বাস জাতীয় দৈনিক ‘আমার দেশ’ এর বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান।

তিনি বলেন, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে সাংবাদিক এম এ সালাম বিশ্বাসের উপরে হামলার ঘটনার মামলায় ১ নম্বর আসামি আরিফকে গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।

গত বুধবার রাতে নাগেরহাটে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক এম এ সালাম বিশ্বাস। এর আগে তার বাড়িতে ভাঙচুর চালায় অভিযুক্তরা। এ ঘটনায় নাগেরহাটের বাসিন্দা শাহিন, আরিফ, লিমন, রোস্তম, সেরাজুল ইসলাম ও মুকুলসহ অজ্ঞাত ৬-৭ জনের নামে মামলা করেন ভুক্তভোগী সালাম বিশ্বাস।

হামলাকারীদের মারধরে আহত এম এ সালাম বিশ্বাস বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন