
জামায়াতের লক্ষ্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা: এটিএম আজহার
বাংলাদেশ গরিব নয়। এ দেশকে পঙ্গু করতে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ গরিব হলে এত টাকা বিদেশে পাচার হতো না। এই টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া গড়া হয়েছে। সেখানে দুর্নীতিবাজ ফ্যাসিস্টদের লোকজন বসবাস করেন। তারা বাংলাদেশের কখনো ভালো চায়নি। এখনো চায় না।






















