আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি শাল্লা (সুনামগঞ্জ)

শাল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জানা যায়, একই উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৬) মির্জাকান্দা গ্রামে তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। একই গ্রামের কবির হোসেনেরও সম্পর্কে ভাগিনা হয় আকিন। গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫) এর সাথে খেলাধুলায় ব্যস্ত ছিল আকিব। খেলাধুলার ফাঁকে একপর্যায়ে পুকুরে পড়ে যায় বলে জানান স্থানীয়রা।

তানভীর হোসেনের বাবা কবির হোসেন জানান,খেলাধুলার একপর্যায়ে পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। তিনি বলেন, তাদের মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পরেছি। আমার ছেলে ও ভাগিনার মৃত্যু আমি কোনভাবেই মেনে নিতে পারতেছি।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব বিশ্বাস জানান, দুজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছে। তারপরও আমরা অনেক চেষ্টা করে দেখেছি।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন