আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

সিলেট ব্যুরো

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রে জটিলতা থাকায় তার এই মনোনয়ন স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এম এ মালিক জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে মালিকের মনোনয়পত্র স্থগিত করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, কাগজপত্র যাচাইবাছাই শেষে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

হলফনামার তথ্য অনুযায়ী, সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মালিক (এম এ মালিক) ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী। নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে সম্প্রতি তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। হাতে নগদ ও ব্যাংকে জমা অর্থের (বৈদেশিক মুদ্রাসহ) পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৯১২ টাকা। আর স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ৮০ লাখ টাকার।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন