আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, শৈত্যপ্রবাহের শঙ্কা

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, শৈত্যপ্রবাহের শঙ্কা

চায়ের জনপদ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের তীব্রতা নতুন মাত্রা পেয়েছে। জানুয়ারির শুরুতেই ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। জানুয়ারির শুরুতেই এমন তাপমাত্রা নামা আগামী দিনগুলোতে শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গেল বছরের ২৬ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তবে আজকের তাপমাত্রা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

ভূনবীর ইউনিয়নের দিনমজুর শুকুর মিয়া বলেন, কুয়াশা আর ঠান্ডায় বাইরে বের হওয়াই কষ্টকর। কিন্তু কাজ না করলে সংসার চলবে কীভাবে?

শান্তিবাগ এলাকার রিকশাচালক সাধন দাশ জানান, ভোরে রিকশা নিয়ে বের হয়েছি, কিন্তু সকাল ৯টা পর্যন্ত কোনো যাত্রী পাইনি। এখনই যদি এমন শীত পড়ে, সামনে কী হবে বুঝতে পারছি না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। আজ তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৬ ডিগ্রিতে। সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন