নুরের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে গণ অধিকারের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৬: ৪০

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ।

বিজ্ঞাপন

প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী হয়ে এসআর প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এতে গণ, যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অপু রায়হান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপনসহ নেতৃবৃন্দ অভিযোগ করেন, নূরুল হক নূরের ওপর সেনা ও পুলিশের সদস্যরা যেভাবে হামলা চালিয়েছে তা পুরো দেশবাসী প্রত্যক্ষ করেছে। তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে সক্রিয় করার অপচেষ্টা চলছে।

বক্তারা বলেন, যারা হামলায় জড়িত, সেই সেনা ও পুলিশ সদস্যদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। নুর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। তার ওপর এই হামলা ছিলো আসলে ‘জুলাই বিপ্লব’ নস্যাৎ করার ষড়যন্ত্র।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত