মৌলভীবাজার জেলায় জামায়াতসহ ৮ দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় জনসভা সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)সহ ৮ দলের জেলা নেতারা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ সভায় বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলনরত ৮ দল ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় দেশের সাতটি বিভাগীয় শহরে মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ৩০ নভেম্বর থেকে শুরু হবে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক মতবিনিময় সভায় সিলেটের জনসভাকে সফল করতে জেলা–উপজেলা পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা গৃহীত হয়। সভায় প্রচারপত্র বিলি, যৌথ প্রচারমিছিল আয়োজন, মাঠপর্যায়ের প্রচারণা জোরদারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় আরো সিদ্ধান্ত হয়, পরবর্তী প্রতিটি বৈঠক ক্রমানুসারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বিডিপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
যে দলের কার্যালয়ে বৈঠক হবে, সেই দলের জেলা সভাপতি সভার সভাপতিত্ব করবেন এবং জেলা সেক্রেটারি অনুষ্ঠান পরিচালনা ও গণমাধ্যমে বিবৃতি প্রদান করবেন।
রাত ১০টায় জেলা জামায়াতের আমিরের বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদ আহমদ চৌধুরী। মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

