যুবদল নেতার বিরুদ্ধে লুটপাট–চাঁদাবাজির অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০৬

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবদল।

জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় লুটপাট, চাঁদাবাজি, মামলা বানিজ্য, খাস জমি দখলসহ নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ এনে ক্ষুব্ধ এলাকাবাসী ৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বংশীকুন্ডা বাজারে মানববন্ধন করেন। পরবর্তীতে মানববন্ধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা যুবদলের নজরে আসে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, একজন দায়িত্বশীল নেতা হিসেবে রায়হান উদ্দিন সোহেলের এমন কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও নীতির পরিপন্থি। যুবদল একটি জনবান্ধব সংগঠন, যার মূল লক্ষ্য জনগণের কল্যাণ। কিন্তু দায়িত্বপ্রাপ্ত নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

২০ সেপ্টেম্বর স্বাক্ষরিত নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা লিখিতভাবে জানাতে হবে। আগামী সাত দিনের মধ্যে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ কয়েছের কাছে স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত