হাসিনা পালালেও ওসমানীনগরে আ.লীগের দখলদাররা বহাল তবিয়তে

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩৬

সিলেটের ওসমানীনগরে জলাশয় দখল উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করেছেন পাঁচ গ্রামের গ্রামবাসী।

বিজ্ঞাপন

শনিবার (৬ আগস্ট) বিকেলে মানববন্ধন করেছেন। ভেরারচর বাজারে পাঁচ গ্রামের মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।

এসময় গ্রামবাসী অভিযোগ করেন, সাদিপুর ইউনিয়নের সুন্ধিখলা মৌজার সরকারি কালাআমরি বিল মৎস্যজীবী সমিতির অবয় চরণ নামে একজনের নামে ইজারা নেয়া হয়। প্রকৃতপক্ষে তার আড়ালে আওয়ামী লীগের প্রভাবশালী লিয়াকত মিয়া, বরকু মিয়া ও রশিক মিয়া বিলটি পরিচালনা করছেন। দখলদাররা জোরপূর্বক চারপাশে নেটের জাল বসিয়ে গ্রামবাসীকে মাছ ধরতে দিচ্ছেন না। স্থানীয়দের মালিকানাধীন পুকুর ডোবা থেকেও মাছ ধরতে দেয়া হচ্ছে না।

বক্তারা আরো জানান, দখলদাররা পাহারাদার বসিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছেন। প্রতিবাদ করলে গালিগালাজ ও হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এছাড়া কিটনাশক ও বিষ প্রয়োগের মাধ্যমে মা মাছ ও পোনা মাছ নষ্ট হচ্ছে এবং পানি দূষিত হওয়ায় জমির ফসলেরও ক্ষতি হচ্ছে।

মানববন্ধনে অংশ নেয়া গ্রামবাসীরা উল্লেখ করেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এই কর্মকাণ্ড গুরুতর দণ্ডনীয় অপরাধ। তবে ইতিমধ্যেই জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে, কিন্তু এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

বক্তারা সরকার এবং প্রশাসনের প্রতি আবেদন জানিয়ে বলেন, অবিলম্বে বিলের ইজারা বাতিল করে কালাআমরি বিল দ্রুত অবমুক্ত করতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ্রামবাসীর ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। ভবিষ্যতে যেন কোনো প্রভাবশালী গোষ্ঠী সরকারি সম্পদ বা স্থানীয় মানুষের মালিকানাধীন জলাশয় দখল করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আক্কাছ আলী তালুকদার, শহিদ মিয়া, ফারুখ আহমদ, মনর আলী, মাইকেল আহমদ জনি, আব্দুর রহিম, মতিন মিয়া, সামসেদ মিয়া, তরাশ মিয়া, রাহেল মিয়া, আব্দুস সালাম, শাহ-আলম মিয়া, কাহির মিয়া, মিলাদ হোসেন, মান উল্যা, হান্নান মিয়াসহ আরো অনেকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত