চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। টানা দুই দিন ধরে এ উপজেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। রোরবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তিনি আরও বলেন, আগামী কয়েক দিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।
এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-বাগানের শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষজন চরম দুর্ভোগে রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

