বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে হবিগঞ্জের ৫০ হাজার বিএনপি নেতাকর্মী বৃহস্পতিবার ঢাকায় থাকবেন। ইতোমধ্যে নেতা-কর্মীরা ঢাকা অভিমুখে যাত্রা করেছেন বলে জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সূত্র বলছে, সড়কপথে বিপুল সংখ্যক বাস ও মাইক্রোবাস ছাড়াও সিলেট-ঢাকা অভিমুখে আন্তঃনগর একাধিক ট্রেনে যাত্রা করবেন নেতাকর্মীরা। অনেকেই অগ্রিম টিকেট সংগ্রহ করেছেন এবং ছাড়া অগ্রিম টিকেট পাননি তারা আসন-বিহীন টিকেটেও যাত্রা করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শায়েস্তা-গঞ্জ রেল স্টেশনে ট্রেনের অপেক্ষমাণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান- তিনিসহ ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী তার সাথে ট্রেনে ঢাকা যাচ্ছেন। তার সভাপতিসহ শতাধিক নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় রয়েছেন।
এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে কমপক্ষে দুই থেকে তিন হাজার নেতাকর্মী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানে সংবর্ধনাস্থলে উপস্থিত থাকবেন।
হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানিয়েছেন, ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় তারেক রহমানের নির্ধারিত সভাস্থলে হবিগঞ্জ জেলার ৫০ হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত থাকবেন। আমরা প্রিয় নেতা তারেক রহমানের জন্য অপেক্ষায় আছি। বাসে-ট্রেনে নিজ উদ্যোগে জেলার প্রতিটি ইউনিট থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী ঢাকায় যাবেন। নেতাকর্মীদের এই সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাষ্টার উত্তম দাস জানান, ২৩ তারিখ থেকেই স্টেশনে যাত্রীদের ভিড় বেশি। বিভিন্ন ট্রেনে বিএনপি ও অঙ্গ সংগঠনের লোকজন যাচ্ছে ঢাকায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

