আগামীকাল ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সকাল থেকেই বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের লক্ষাধিক নেতাকর্মী ঢাকার পথে যাত্রা শুরু করেছেন। ইতিহাসের সাক্ষী হতে ৪ শতাধিক বড় বাস, ৩ শতাধিক মিনিবাস ও ৪ শর অধিক মাইক্রোবাসসহ ১২ উপজেলা থেকে ছেড়ে গেছে।
ইতোমধ্যেই বগুড়ার কোচ কাউন্টারের সকল টিকিট বিক্রি হয়ে গেছে। এছাড়া বগুড়া চারমাথা কেন্দ্রীয় টার্মিনাল থেকে আন্তঃজেলা কোচগুলো চলাচল সীমিত করে ঢাকার দিকে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।
বগুড়া শহরের দত্তবাড়ি, ঠনঠনিয়া, বনানী ও মোহাম্মাদ আলী হাসপাতালের সামনে মাইক্রোবাস স্ট্যান্ডের গাড়িগুলোও রওয়ানা দিয়েছে। পথের সাথী, চলাচল, নিউ সেবা রেন্ট এ কার, জনতা রেন্ট এ কার, বন্ধু রেন্ট এ কার, ভান্ডারি রেন্ট এ কার, পদ্মা রেন্ট এর গাড়িগুলো আজ বুধবার সকাল থেকে ঢাকামুখী হয়েছে। সকাল ১০টার পর থেকে ৩ শতাধিক যানবাহন রওনা দেয় বনানী শাহ সুলতান গেট থেকে ৩ শতাধিক যানবাহন।
বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নেতা আকিব ও শাহ সুলতান কলেজের ছাত্রদল নেতা হাবিবুর রহমান হীরা বলেন, আমরা ইতিহাসের সাক্ষী হতে ঢাকায় যাচ্ছি।
এদিকে বগুড়া সদর, শাজাহানপুর, গাবতলী, শীবগঞ্জ ,সোনাতলা, সারিয়াকান্দি, কাহালু, নন্দীগ্রাম, শেরপুর, ধুনট, দুপচাচিয়া, আদমদীঘিসহ ও বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শহরে ঢাকা বাসস্ট্যান্ড বনানী, স্টেশন রোড, মাটিডালি মোর, চারমাথা এলাকায় নেতাকর্মীদের যাওয়ার জন্য বাসগুলি ছেড়ে যায়। আজ বিকেলে ও রাতে তারা রওয়ানা দিবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ৩শ বাস নিয়ে আমরা আজ রওয়ানা হয়েছি।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রশিদ সন্ধান বলেন, বনানী থেকে সাড়ে ৩শ বাস নিয়ে ঢাকার পথে আমরা তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত। গত দুদিনে উত্তরাঞ্চলের গেটওয়ে বনানী দিয়ে ঢাকা অভিমুখে বগুড়া থেকেই ১ হাজার বাস, মিনিবাস, মাইক্রোবাস এখন ঢাকার পথে বলে জানিয়েছেন ওই এলাকার দায়িত্বে থাকা মোটর শ্রমিক খোদা বক্স।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ির বহর ও ঢাকায় যাওয়ার ছবি সকলেই আপলোড দিচ্ছেন।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদসা, শহর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, স্বেচ্ছাসেবকদল নেতা মুকুল বলেন, আমরা একদিন আগেই ঢাকায় এসেছি। বগুড়ায় আমরা বিভিন্ন দলের ১ হাজার গাড়ি রেডি করে রেখে এসেছি। সকলেই আজ রাতের মধ্যেই ঢাকায় পৌঁছাবে। এজন্য ইউনিট ভিত্তিক গাড়ির তালিকা প্রনয়ন করে দেওয়া হয়েছে। এতে আনুমানিক ৫০ হাজার লোক যাবে। এছাড়াও বিভিন্ন ভাবে আরও ৫০ হাজার সাধারণ কর্মী যাবে বলে আশা প্রকাশ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

