প্রায় দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের নির্বাচনি প্রচার শুরু করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২১ জানুয়ারি রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। ২২ জানুয়ারি সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এদিন বলো ১১টায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। দুপুর ১টার দিকে মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন।
জেলা বিএনপির প্রস্তুতি ও আয়োজন তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে ১১ জানুয়ারি মৌলভীবাজার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনসভাকে সফল করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মঞ্চ নির্মাণ, মাইকিং ব্যবস্থা, প্যান্ডেল স্থাপন, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষাকারী দল গঠন, যানবাহন পার্কিং ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সভা ও মাঠ পরিদর্শন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া জেলা জুড়ে জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
মৌলভীবাজারে তারেক রহমানের সমাবেশ নিয়ে জি কে গউছ বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারে একটি বৃহৎ, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমরা আশা করছি লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঘটবে।
সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, আইনপুর মাঠ একটি গুরুত্বপূর্ণ স্থান। অতীতে এখানেই বিএনপির বড় বড় জনসভা অনুষ্ঠিত হয়েছে। এবারও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে জনসভাটি স্মরণকালের একটি রাজনৈতিক সমাবেশে পরিণত হবে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, আমরা জেলা, উপজেলা, পৌর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ধারাবাহিক প্রস্তুতি সভা করেছি। আইনপুর মাঠ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের তুলনায় আয়তনে বড়। ইনশাআল্লাহ এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে।
জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল রহিম রিপন বলেন, ২২ জানুয়ারির জনসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির সব ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরা চাই একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা উপহার দিতে।
তিনি বলেন, আইনপুর মাঠ খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষের আবেগের জায়গা। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। এবার তারেক রহমানকে নিজ এলাকায় পেয়ে মানুষ উচ্ছ্বসিত।
জনসভাকে কেন্দ্র করে আইনপুর প্লে গ্রাউন্ড পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এ সময় জনসভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

